সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এ সময় একটি ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে আরও ৬টি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস নামের একটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে ফেলা হয়। একইসঙ্গে ভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
এ ছাড়া উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার আরও ৬টি ইটভাটাকে অর্থদণ্ড দেয়া হয়। এর মধ্যে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় অবস্থিত মেসার্স নয়ন ব্রিকসকে ২ লাখ টাকা, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৩ লাখ টাকা এবং ধোপাকান্দির মেসার্স শাপলা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকার মেসার্স তন্ময় ব্রিকসকে ৩ লাখ টাকা, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার এবং চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনিমাধব এলাকার মেসার্স কেয়া ব্রিকস ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের বগুড়া অঞ্চল শাখার পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন। এসময় পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম, সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জেলা পুলিশের একটি দল ও র্যাব-১২ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।
এসএস/টিএ