বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে আগামী সপ্তাহের শুরুর দিকেই ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
আজ মঙ্গলবার (৬ই জানুয়ারি) ঢাকা ও ওয়াশিংটনের একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ১২ই জানুয়ারি তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মার্কিন সিনেট গত ডিসেম্বরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের মনোনয়ন চূড়ান্ত করে। সিনেটের এই অনুমোদনের বিষয়টি গত ১৯শে ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ক্রিস্টেনসেন নিজেই।
ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাকে মনোনীত করায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে, গত বছরের ৩রা সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই পদের জন্য মনোনীত করেছিলেন।
মনোনয়ন পাওয়ার পর গত ৪ঠা অক্টোবর মার্কিন সিনেটে অনুষ্ঠিত শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন, রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশের ওপর চীনের প্রভাব বিস্তার এবং প্রতিরক্ষা খাতে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশের সঙ্গে তার কাজের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। তিনি ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতাই এবার রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব পালনে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
এসএস/টিকে