ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর ফলে মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটক হওয়ার খবরে বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। খবর রয়টার্স
মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা সাড়ে ১১টার দিকে স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৪৮৮ ডলার ১০ সেন্টে। আগের দিন প্রায় ৩ শতাংশ বৃদ্ধির পর দাম পৌঁছায় গত ২৪ ডিসেম্বরের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ ডলার ৭১ সেন্টের কাছাকাছি। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৬ ডলারে লেনদেন হয়েছে।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, শেয়ার ও বন্ড বাজারের তুলনায় মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি দেখছেন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের কারণে স্বর্ণ ও রুপার নিরাপদ বিনিয়োগের চাহিদা আরও বেড়েছে।
গত বছর স্বর্ণের দাম ৬৪.৪ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। বাজারে এখন দৃষ্টি শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মাসিক কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে নতুন করে ৬০ হাজার চাকরি যুক্ত হয়েছে, যা আগের মাসের তুলনায় কিছুটা কম।
এলএসইজি তথ্য অনুযায়ী, চলতি বছর ফেডারেল রিজার্ভ দুই দফা সুদ কমাতে পারে- এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট টম বারকিন বলেছেন, মূল্যস্ফীতি ও বেকারত্বের ঝুঁকির ভারসাম্য রাখতে সুদের সিদ্ধান্ত হতে হবে খুব সতর্কভাবে।
কম সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ সাধারণত লাভবান হয়। মরগ্যান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপা ৫.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০.৫৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম বেড়েছে ৬.৫ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে ৬.৩ শতাংশ।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবি/টিকে