টিনসেল টাউনে ‘রুহ বাবা’ অর্থাৎ কার্তিক আরিয়ানের প্রেমচর্চা বারবার উঠে এসেছে শিরোনামে। অনন্যা পাণ্ডে থেকে শ্রীলীলার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিকের। তবে সেসব হলেও এবার একেবারে যেন সরাসরি হাতেনাতে ধরেছেন তাঁকে নেটিজেনরা। হাতে গরম খবর হিসেবেই নেটভুবন দেখছে কার্তিকের নতুন প্রেমচর্যাকে। কোন রহস্যময়ীর সঙ্গে প্রেম করছেন কার্তিক তা নিয়ে জোর জল্পনা চলছিলই। কিন্তু জল্পনা মাত্রা ছাড়াতেই মুখ খুললেন বছর সতেরোর তরুণী।
বলে রাখা ভালো, গোয়ার সৈকতে রিল্যাক্স মুডে বসে একটি ছবি শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান। অভিনেতার ফ্রেমে দেখা যায়, ধু-ধু করা বালুচড়ের মাঝে আরাম কেদারায় বসে রয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই নেটপাড়ায় ফাঁস হয় এক রহস্যময়ীর ছবি। আর সেখানেই নাকি কার্তিকের ছবির সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছেন নেটবাসিন্দারা। তোয়ালের রং থেকে চেয়ারের প্যাটার্ন, সবটাই হুবহু মিলে গিয়েছে। অতঃপর দুটো ফ্রেম মিলিয়ে দুয়ে দুয়ে চার করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। কিন্তু এই আলোচনা মাত্রা ছাড়াতেই মুখ খুললেন কার্তিকের চর্চিত প্রেমিকা করিনা কুবিলিওতে। তিনি বলেন, এই আলোচনা নিয়ে তিনি সাফ বলেন, “আমি কার্তিকের গার্লফ্রেন্ড নই।’ তরুণীর এই বক্তব্য রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে নেটপাড়ার এবং মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়েছে।
বলে রাখা ভালো গ্রিসের বাসিন্দা করিনাকে বহু আগে থেকেই সোশাল মিডিয়ায় অনুসরণ করতেন কার্তিক। এদিন দু’জনকে নিয়ে প্রেমের জোর জল্পনা শুরু হতেই একটিও বাক্য ব্যয় করেননি কার্তিক। তবে ইনস্টাগ্রাম থেকে করিনাকে চুপচাপ আনফলো করেছেন তিনি। যা একেবারেই নজর এড়ায়নি নেটপাড়ায়। শোনা যাচ্ছে, করিনা কুবিলিওতে বর্তমানে পড়াশোনা করছেন মার্কিন মুলুকে। ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। আর তারপর থেকেই বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু। তবে কার্তিকের থেকে করিনার বয়সের বেশ পার্থক্য। সঠিক ভাবে জানা না গেলেও কেউ বলছেন তিনি সাবালিকা, সবে নাকি অষ্টাদশী হয়েছেন তিনি। তবে কেউ কেউ বলছেন করিনা এখনও নাবালিকা। তাঁর বয়স নাকি সতেরো বছর। তবে বয়স নিয়ে মতামতর থাকলেও প্রেমের গুঞ্জনের দৌলতে তরুণী যে এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল সে নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ কেউ তো আবার তাঁকে নতুন প্রেমের জন্য শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।
এবি/টিকে