কেজিএফ তারকা ইয়াশের ভক্তদের জন্য আসছে বড় চমক। আগামী ৮ জানুয়ারি, ইয়াশের ৪০তম জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘টক্সিক’-এর টিজার। ছবিতে ইয়াশের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ফলে দিনটি ঘিরে দেশজুড়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।
‘টক্সিক’ নির্মিত হচ্ছে একটি স্টাইলিশ গ্যাংস্টার ড্রামা হিসেবে, যার গল্প ও উপস্থাপনায় থাকবে আন্তর্জাতিক ছোঁয়া। জাঁকজমকপূর্ণ ভিজ্যুয়াল, তীব্র অ্যাকশন আর শক্তিশালী গল্প বলার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাতারা। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহন্দাস, প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস।
প্যান-ইন্ডিয়া পরিসরে মুক্তির লক্ষ্যে তৈরি এই ছবি ভারতীয় গ্যাংস্টার ঘরানার সিনেমায় নতুন সংযোজন হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। সব মিলিয়ে ৮ জানুয়ারি ইয়াশভক্তদের জন্য হতে যাচ্ছে স্মরণীয় এক দিন।
এবি/টিকে