ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করে নেপাল। বৈশ্বিক আসরে তাদেরকে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল। রোহিতের অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ উতরে মূল পর্বে জায়গা করে নেয় নেপাল। বাছাইয়ের ওই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কুশাল মাল্লা ও পেসার মোহাম্মাদ আদিল আলাম।
লাম্বিনি লায়ন্সের নেপাল প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বড় অবদান রাখেন শের মাল্লা। ফাইনালে ৪ ওভারে স্রেফ ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আসরে ১০ ম্যাচ খেলে ১৭ শিকার ধরে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ২৩ বছর বয়সী মাল্লা। তার সমান ১৭ উইকেট পাওয়া নেপালের তারকা লেগ স্পিনার সান্দিপ লামিছানেও আছেন বিশ্বকাপ দলে। তবে আবিনাশ বোহারার জায়গা হয়নি, তিনিও পেয়েছিলেন ১৭ উইকেট।
দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান বাশির আহামাদ। নেপালের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে এক ফিফটিতে ১২৩ রান করেছেন তিনি। নেপাল প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ৯ ম্যাচে এক ফিফটিতে ১৯১ রান আসে তার ব্যাট থেকে।
এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলতে যাচ্ছে নেপাল। ২০২৪ আসরে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হেরেছিল তারা। এবারের আসরে ‘সি’ গ্রুপে পড়েছে নেপাল। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল দল: রোহিত পাউডেল (অধিনায়ক), দিপেন্দ্রা সিং আইরি, সান্দিপ লামিছানে, কুশাল ভুর্তেল, আসিফ শেখ, সান্দিপ জোরা, আরিফ শেখ, বাশির আহামাদ, সম্পাল কামি, কারান কেসি, নান্দান ইয়াদাভ, গুলশান ঝা, লালিত রাজবানশি, শের মাল্লা, লোকেশ বাম।
এসএস/টিকে