প্রথম জয়ের খোঁজে আজ ঢাকার বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে প্রথম জয়ের খোঁজে আজ ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। টানা চার ম্যাচ হারলেও এখনো প্লে-অফের আশা ছাড়েননি দলটির পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাত। অন্যদিকে টানা তিন হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। প্লে অফের রেইসে টিকে থাকতে তাদের সামনেও জয়ের বিকল্প নেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টায়।
 
বিপিএলে টানা হারের রেকর্ডটা দখলে দুর্দান্ত ঢাকার। ২০২৪ এর আসরে ১১ ম্যাচ হেরেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সে দলের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব সাবেক অধিনায়কের কাঁধে। চলতি আসরেও তার দল সুবিধা করতে পারছে না খুব একটা। টানা চার ম্যাচ হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। সবশেষ ম্যাচে চলতি বিপিএলের সর্বনিম্ন দলীয় রানে অলআউট হয় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।
 

দলটার মাঠের পারফরম্যান্স অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সবশেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন জাকের আলী অনিক। ঢাকার বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘসময় ইনডোরে আলাদাভাবে অনুশীলন করেন এই ব্যাটার। দলের বোলিং এখন পর্যন্ত খুব একটা খারাপ না করলেও, ব্যাটিংটাই ভোগাচ্ছে নোয়াখালীকে। সৌম্য -নবীরা দলে যোগ দিলেও দলের ভাগ্য পরিবর্তন হয়নি খুব একটা। তারপরও প্লে অফের আশা ছাড়ছে না নোয়াখালী।
 
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নোয়াখালীর পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাত বলেন, ‘আশা করছি নোয়াখালী প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে জয় তুলে নেয়ার চেষ্টা করব।’
 
ঢাকার অবস্থাও কিছুটা নোয়াখালীর মতোই। গেলবারের তুলনায় ভালো স্কোয়াড করলেও, দলটার তীরে এসে তরী ডুবছে ব্যাটিং ব্যর্থতার জন্যই। সিলেট-রংপুরের কাছে হারতে হয়েছে শেষ ওভারে। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ নিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। জাতীয় দলের হয়ে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা সাইফ হাসান ক্যাপিটালস জার্সিতে প্রতিটা রানের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। অবশ্য এত কিছুর পরেও ঢাকা ক্যাপিটালস প্লে অফের আশা ছাড়ছে না।
 
দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘আমাদের এখনো সুযোগ রয়েছে। পুরো টুর্নামেন্ট আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু ভাগ্য হয়তো আমাদের সহায় হচ্ছে না। চট্টগ্রাম ছাড়া বাকি তিন ম্যাচ আমরা ভালো খেলেছি। শেষ ম্যাচেও আমরা খুব কাছে গিয়ে হেরেছি। যদিও এটা আমাদের জন্য হতাশাজনক। যতটা সম্ভব ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। অন্তত তিন-চারে থেকে যেন প্লে-অফ নিশ্চিত করা যায়।’
 
চার ম্যাচ খেলে এক জয় নিয়ে ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের পঞ্চম স্থানে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আসিফ মাহমুদের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল Jan 08, 2026
img
বরিশালে বহিষ্কৃত ৩ নেতাকে দলে ফেরাল বিএনপি Jan 08, 2026
img
এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়ল এনগিডি Jan 08, 2026
img
নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ Jan 08, 2026
নিজের আয় ও সম্পদ নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম Jan 08, 2026
যুক্তরাষ্ট্রের হুমকিকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই মেক্সিকোকে স্টেফানি ব্রিউয়ার Jan 08, 2026
ভারতীয় পর্যটকদের জন্য ভিসা স্থগিত করল বাংলাদেশে Jan 08, 2026
ভেনেজুয়েলা ইস্যুর পর কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? Jan 08, 2026
img
জকসুর একমাত্র হল সংসদে ছাত্রীসংস্থার জয় Jan 08, 2026
ভাসানীর কবর জিয়ারত দিয়ে ঢাকার বাইরে সফর শুরু তারেক রহমানের Jan 08, 2026
থ্রিলার ও নারীকেন্দ্রিক গল্পে ঈদে ডাবল হিট সিনেমা Jan 08, 2026
পডকাস্টের ভুল মন্তব্যের পর ফেসবুকে ক্ষমা চাইলেন জোভান Jan 08, 2026
বন্ধুত্বের ছায়ায় কেটে গেল অক্ষয়ের সুযোগ Jan 08, 2026
পরিবার ও অর্জনের জন্য কৃতজ্ঞ ‘দেশি গার্ল’ Jan 08, 2026
নব্বইয়ের দশকের গ্যাংস্টার শাকিবের রূপ Jan 08, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা Jan 08, 2026
img
নতুন বছরে ৫ ঐতিহাসিক মাইলফলকের সামনে রুট Jan 08, 2026
img
বিশ্বকাপের আগে সুখবর দিলেন শাহিন আফ্রিদি Jan 08, 2026
img
জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু পাকিস্তানের Jan 08, 2026
img
মাদুরোর পর এবার যুক্তরাষ্ট্রের নজরে ভেনেজুয়েলার নিরাপত্তা প্রধান! Jan 08, 2026