ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটিকে যুক্তরাষ্ট্রের কাছে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল হস্তান্তর করতে হবে।

বুধবার (৭ জানুয়ারি) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ কথা জানান। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেন, ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী কর্তৃপক্ষ’ যুক্তরাষ্ট্রের কাছে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘উচ্চমানের’ অপরিশোধিত তেল বাজারদরে বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তেলগুলো স্টোরেজ জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রের আনলোডিং ডকে আনা হবে।

পোস্টে তিনি জানান, এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রেসিডেন্ট হিসেবে তার নিয়ন্ত্রণে থাকবে, তবে তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র—উভয়ের কল্যাণে ব্যবহার করা হবে।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা প্রয়োজন।

সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি।

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। যুক্তরাষ্ট্র লড়াই করছে মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা কাজ করবেন। কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি’।

এদিকে নিউইয়র্কের আদালতে হাজির হয়ে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন। তার আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

রদ্রিগেজ সহযোগিতা না করলে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যদিও তিনি মনে করেন এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কমিশনের বৈঠক শেষে জানা গেল পে-স্কেল নিয়ে সর্বশেষ খবর Jan 09, 2026
img
ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ ব্রাজিল Jan 09, 2026
img
আমি হাবা-গোবা না, খুবই রাগী মানুষ: চাষী আলম Jan 09, 2026
img
যশের ২ মিনিট ৫১ সেকেন্ডের অ্যাকশন দৃশ্যে কাঁপছে নেট দুনিয়া Jan 09, 2026
img
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান! Jan 09, 2026
img
বছরের প্রথম সপ্তাহেই এলো ৯১ কোটি ডলার রেমিট্যান্স Jan 09, 2026
img
চালের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়ল Jan 09, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বিশ্ববিদ্যালয়ের ফলাফল: মির্জা ফখরুল Jan 09, 2026
img
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন কিম জং উন Jan 09, 2026
img
বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় গবেষণার বিষয়: মির্জা ফখরুল Jan 09, 2026
img
ব্যালট পেপার পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির Jan 09, 2026
ধর্মঘট প্রত্যাহার, এলপিজি না পেয়ে ভোগান্তিতে মানুষ Jan 09, 2026
৯৯ পারসেন্ট ইনশাআল্লাহ এর অপব্যবহার করে | ইসলামিক জ্ঞান Jan 09, 2026
img
মৌসুম শেষে লেভানদোভস্কিকে নিয়ে সিদ্ধান্ত নেবে বার্সা Jan 09, 2026
img
টাঙ্গাইলে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল এক নারীর Jan 09, 2026
img
'টক্সিক' সিনেমায় যশের সঙ্গে একাধিক নারী চরিত্রের দাপট Jan 09, 2026
img
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে প্রাণ গেল ১ জনের, নিখোঁজ অন্তত ৩৮ Jan 09, 2026
img
এফএ কাপেও ইউনাইটেডের ডাগআউটে ড‍্যারেন ফ্লেচার Jan 09, 2026
img
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনিত পাড্ডা Jan 09, 2026
img
জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবদলকর্মীর Jan 09, 2026