ইইউসহ ৫ সংস্থা ও ৩০ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২০০৮ সালের পর আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন বলে আশা করছে কমিশন।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন দেশ ও সংস্থা এতে অংশ নেবে তা শিগগিরি চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রায় ১৮ বছর এবারের নির্বাচনে বড় পরিসরে বিদেশি পর্যবেক্ষকরা অংশ নিতে নেবেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবস আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। পাঁচ দিনের সফরের তিনি প্রধান উপদেষ্টা ছাড়াও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করবেন। এর পাশাপাশি আইভারস আইজাবস বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, নাগরিক সমাজ, বিদেশি কূটনীতিক এবং অংশীজনদের সঙ্গে নির্বাচনের নিয়ে মত বিনিময় করবেন।

আসন্ন নির্বাচনে ইইউইওএমের পক্ষ থেকে সব মিলিয়ে এবার ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে। 

ইউরোপের এসব পর্যবেক্ষক দলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ঢাকায় কর্মরত ইউরোপীয় মিশনের প্রতিনিধিরাও যুক্ত হবেন। ইউরোপের নির্বাচন পর্যবেক্ষক দলের অগ্রবর্তী প্রতিনিধিরা গত ২৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন। ১০ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইইউইওএমের উপ প্রধান ইন্তা লাস।

ইসি ইইউ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়ে দিয়েছেন। এরই অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর তিনি নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক এবং নিরাপত্তা নীতি উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসকে অনুরোধ জানিয়েছেন। চারদিন পর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবসের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য  ইইউ, ইসি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি ইতোমধ্যে সই হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

ডিসেম্বরে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি ৩০ টি দেশকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে ইসি আমন্ত্রণ জানিয়েছে। এসব দেশের তালিকায় রয়েছে ফ্রান্স, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক,রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কমিশনের বৈঠক শেষে জানা গেল পে-স্কেল নিয়ে সর্বশেষ খবর Jan 09, 2026
img
ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ ব্রাজিল Jan 09, 2026
img
আমি হাবা-গোবা না, খুবই রাগী মানুষ: চাষী আলম Jan 09, 2026
img
যশের ২ মিনিট ৫১ সেকেন্ডের অ্যাকশন দৃশ্যে কাঁপছে নেট দুনিয়া Jan 09, 2026
img
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান! Jan 09, 2026
img
বছরের প্রথম সপ্তাহেই এলো ৯১ কোটি ডলার রেমিট্যান্স Jan 09, 2026
img
চালের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়ল Jan 09, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বিশ্ববিদ্যালয়ের ফলাফল: মির্জা ফখরুল Jan 09, 2026
img
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন কিম জং উন Jan 09, 2026
img
বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় গবেষণার বিষয়: মির্জা ফখরুল Jan 09, 2026
img
ব্যালট পেপার পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির Jan 09, 2026
ধর্মঘট প্রত্যাহার, এলপিজি না পেয়ে ভোগান্তিতে মানুষ Jan 09, 2026
৯৯ পারসেন্ট ইনশাআল্লাহ এর অপব্যবহার করে | ইসলামিক জ্ঞান Jan 09, 2026
img
মৌসুম শেষে লেভানদোভস্কিকে নিয়ে সিদ্ধান্ত নেবে বার্সা Jan 09, 2026
img
টাঙ্গাইলে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল এক নারীর Jan 09, 2026
img
'টক্সিক' সিনেমায় যশের সঙ্গে একাধিক নারী চরিত্রের দাপট Jan 09, 2026
img
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে প্রাণ গেল ১ জনের, নিখোঁজ অন্তত ৩৮ Jan 09, 2026
img
এফএ কাপেও ইউনাইটেডের ডাগআউটে ড‍্যারেন ফ্লেচার Jan 09, 2026
img
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনিত পাড্ডা Jan 09, 2026
img
জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবদলকর্মীর Jan 09, 2026