আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। সেই প্রেক্ষাপটেই বিসিসিআইয়ের নির্দেশে গত সপ্তাহে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
মুস্তাফিজুরের বিদায়ের পর কেকেআর কাদের দিকে নজর দিতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও কেকেআরের প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া এই বিষয়ে সম্ভাব্য বিদেশি বিকল্পদের একটি তালিকা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে আকাশ চোপড়া সাতজন বিদেশি ফাস্ট বোলারের নাম উল্লেখ করেন। তারা হলেন-
নিউজিল্যান্ডের নাথান স্মিথ, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কুয়েৎজে, অস্ট্রেলিয়ার ম্যন অ্যাবট ও রিলি মেরেডিথ, ইংল্যান্ডের রিচার্ড গ্লেসন ও গাস অ্যাটকিনসন, এবং ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
পাশাপাশি স্পিন বিকল্প হিসেবে তিনি নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের নামও প্রস্তাব করেন।
আকাশের মতে, নিয়মিত স্পিনার সুনীল নারিন যদি ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ মিস করেন, তবে ব্রেসওয়েল কার্যকর ভূমিকা রাখতে পারেন।
গত মৌসুমে কেকেআরের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অজিঙ্কা রাহানের নেতৃত্বে দলটি পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে শেষ করে। এই ব্যর্থতার পরই বড় ধরনের দল পুনর্গঠনের পথে হাঁটে ফ্র্যাঞ্চাইজিটি।
দলের দীর্ঘদিনের ভরসা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে তাঁকে ‘পাওয়ার কোচ’ হিসেবে নতুন ভূমিকায় আনা হয়।
এমআই/এসএন