গত নভেম্বরে জীবনের নয়া ইনিংস শুরু করেছিলেন বলিউডের তারকাদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁদের কোল জুড়ে এসেছিল পুত্রসন্তান। সন্তানের জন্মের পর কতটা পালটেছে ভিকি ও ক্যাটরিনার জীবন তা নিয়ে সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা। বুধবার সকলকে চমকে দিয়ে প্রথম একরত্তির নাম প্রকাশ্যে আনেন তাঁরা। সেই নাম শুনে অনেকেই ধারণা করেন কোনও ছবিতে ভিকির চরিত্রের এই নাম ছিল কিনা। সেই ধারণা পরিষ্কার হয় পরিচালক আদিত্য ধর দম্পতিকে শুভেচ্ছা জানানোর পর।
এদিন একইসঙ্গে খুদের হাতের ছবি পোস্ট করেন তাঁরা। সেখানে ভিকি ও ক্যাটরিনার হাতের উপর দেখা যাচ্ছে তাঁদের সন্তানের হাত। একইসঙ্গে এদিন নেটপাড়ায় ছেলের কি নাম রেখেছেন তাঁরা তাও জানান। ভিকি-ক্যাটরিনার ছেলের নাম রেখেছেন ‘বিহান কৌশল। আসলে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ‘মেজর বিহান শেরগিল’ চরিত্রে অভিনয় করেছিলেন। সেই স্মৃতি উসকে এদিন পরিচালক তাঁদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ভিকি ও ক্যাটরিনা, অনেক শুভেচ্ছা তোমাদের।
আমার ভিকু, পর্দায় ‘মেজর বিহান শেরগিল’ থেকে বাস্তবজীবনে একরত্তি বিহানকে আগলে রাখা। এখান থেকেই বোঝা যায় পৃথিবীটা গোল।’ আমার অনেক শুভেচ্ছা রইল তোমাদের তিনজনের জন্য, তোমরা আগামীতে খুব ভালো বাবা-মা হবে আমি বিশ্বাস করি।’
বুধবার সোশাল মিডিয়ায় ভিকি-ক্যাটরিনা যে ছবি পোস্ট করেছেন, তাতে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে গেল। দাবানল গতিতে ভাইরাল হইয়েছে সেই পোস্ট। ক্যাপশনে লেখা- “আমাদের আলোকরশ্মি বিহান কৌশল।” দম্পতিকে এদিন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বলিউডের তারকারা।
এসএন