বাংলাদেশি রক সংগীতের মানচিত্রে যে কটি নাম স্থায়ীভাবে গেঁথে আছে, তার মধ্যে অন্যতম বেসবাবা সুমন। পুরো নাম সাইদুস সালেহীন খালেদ সুমন। আজ তাঁর জন্মদিন। সাহসী সুর, গভীর দর্শন আর শক্তিশালী গিটারের মাধ্যমে যিনি আধুনিক বাংলা রককে দিয়েছেন নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি।
অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও লিড গিটারিস্ট হিসেবে সুমন শুধু গান তৈরি করেননি, তৈরি করেছেন একটি প্রজন্মের চিন্তার জগৎ। সমাজব্যবস্থা, ব্যক্তি স্বাধীনতা, আত্মপরিচয় ও অন্তর্দ্বন্দ্ব এই সবকিছুই তাঁর গানের ভাষায় বারবার উঠে এসেছে দৃঢ় ও স্পষ্টভাবে। তাঁর গিটারের রিফ যেমন তীক্ষ্ণ, তেমনই তাঁর গানের কথায় রয়েছে গভীর জীবনবোধ ও প্রতিবাদের সুর।
মঞ্চে বেসবাবা সুমনের উপস্থিতি বরাবরই আলাদা। চোখে চোখ রেখে বলা কথা, গিটারের তীব্রতা আর দর্শকের সঙ্গে নিঃশব্দ সংযোগ সব মিলিয়ে তিনি বাংলা রকের ইতিহাসে এক স্বতন্ত্র অধ্যায়। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর সংগীতের আবেদন আজও অটুট।
জন্মদিনে এই কিংবদন্তি রক গিটারিস্ট ও সংগীতজ্ঞের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। বাংলা রকের পথে তাঁর সৃষ্ট ধ্বনি এখনও অনুপ্রেরণা হয়ে বাজে অসংখ্য তরুণের হৃদয়ে।
এমকে/এসএন