নতুন বছরে যে ছবিগুলো ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, তার শীর্ষে রয়েছে যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। মুক্তির আগেই ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক ও সিনেপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। শক্তিশালী গল্প, বিশাল বাজেট আর একাধিক তারকা অভিনেত্রীর উপস্থিতি—সব মিলিয়ে ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছে।
প্রায় তিনশ থেকে ছয়শ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবিতে যশকে দেখা যাবে ‘রায়া’ চরিত্রে। জানা গেছে, এই চরিত্রে অভিনয়ের জন্য যশ পারিশ্রমিক নিচ্ছেন প্রায় পঞ্চাশ কোটি টাকা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা হিসেবে এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম উচ্চ পারিশ্রমিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ছবির অন্যতম আকর্ষণ একাধিক শক্তিশালী নারী চরিত্র। প্রথমবার যশের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। তাঁর চরিত্রের নাম ‘নাদিয়া’। কিয়ারা নিজেই জানিয়েছেন, এটি তাঁর অভিনয় জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি। সাধারণত যে পারিশ্রমিক তিনি নিয়ে থাকেন, তার তুলনায় এই ছবিতে অনেক বেশি পারিশ্রমিক পাচ্ছেন কিয়ারা। শোনা যাচ্ছে, ‘টক্সিক’-এর জন্য তিনি পাচ্ছেন প্রায় পনেরো কোটি টাকা, যা এই ছবিতে থাকা অন্য অনেক তারকার পারিশ্রমিকের চেয়েও বেশি।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা। ‘গঙ্গা’ নামের চরিত্রে তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। কালো গাউন, হাঁটু পর্যন্ত বুট আর হাতে বন্দুক—এই লুকেই ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, দর্শক নয়নতারাকে এমনভাবে আগে দেখেননি। এই চরিত্রের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় চৌদ্দ কোটি টাকা।
রুক্মিণী বসন্ত অভিনয় করছেন ‘মেলিসা’ চরিত্রে। তাঁর লুকও দর্শকের নজর কেড়েছে। এই ছবির জন্য তিনি পাচ্ছেন আনুমানিক তিন থেকে পাঁচ কোটি টাকা। পাশাপাশি রয়েছেন হুমা কুরেশি। ‘এলিজাবেথ’ চরিত্রে তাঁর উপস্থিতি নাকি দর্শকের গায়ে কাঁটা দেবে। এই চরিত্রের জন্য হুমা পাচ্ছেন দুই থেকে তিন কোটি টাকা।
ছবিতে আরও রয়েছেন তারা সুতারিয়া। ‘রেবেকা’ চরিত্রে তাঁকে গ্ল্যামারাস হলেও ভয় ধরানো এক রূপে দেখা যাবে। এই চরিত্রের জন্য তাঁর পারিশ্রমিক দুই থেকে তিন কোটি টাকার মধ্যে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, যিনি পাচ্ছেন প্রায় তিন কোটি টাকা।
আগামী উনিশ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। তারকাবহুল এই ছবিতে যশের সঙ্গে একাধিক শক্তিশালী নারী চরিত্রের উপস্থিতি যে বড় পর্দায় নতুন আলোড়ন তুলবে, তা বলাই যায়।
এমকে/এসএন