ছোটপর্দার অভিনেত্রী শায়না আমিন মডেল হয়েছিলেন ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গানে। ২০১১ সালে গানটি জনপ্রিয়তার শীর্ষ অবস্থান দখল করে নেয়। সেই থেকে ভক্তদের খুব কাছে চলে আসেন তিনি। তবে কয়েকটি কাজ করেই যেন তিনি হারিয়ে যান। আর কোনো কাজে ফেরা হয়নি শায়নার। তবে ভক্তদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা ছড়ানো ছবি পোস্ট করেন তিনি।
সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কাড়ল ভক্তদের; সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি।
বৃহস্পতিবার ফেসবুকে উইন্টার স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন শায়না। তাতে দেখা যায়, নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায়।
তিনি লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।’ আর তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছে তার হাজারো ভক্তরা, তা বলার বাকি রাখে না।
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন শায়না। তিনি দুই সন্তানের জননী। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি।
জানা গেছে, ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি।
এমআই/এসএন