বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘একটি ছাত্র সংগঠন আগের সরকারে (আওয়ামী লীগ) আমলে গুপ্ত রাজনীতি করেছে। ছাত্র সংসদ নির্বাচনে তারা সেই সুফল ভোগ করছে।’
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
নজরুল ইসলাম বলেন, ‘বহু বছর আমাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসেই ঢুকতে পারেনি। যারা এখন ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তারা গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এটা আমরা সমর্থন করি না।’
যখন দেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে তখন ছাত্র-ছাত্রীরা সবকিছু বুঝে তাদের সিদ্ধান্ত নেবে বলে মনে করেন বিএনপির এই নেতা।
গণতন্ত্র উত্তরণে বাধা আছে কি-না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘সব ভালো কাজে বাধা থাকে। যারা দেশের কল্যাণের জন্য কাজ করতে চায়, তাদের শত্রু থাকে।’
কেএন/টিকে