বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার আত্নত্যাগ, সংগ্রাম, বাংলাদেশকে রক্ষার জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের কারণে তিনি নিজে একটি প্রতিষ্ঠান ছিলেন। আর বিশাল পরিচিতির জন্য তার মৃত্যুর পর জানাজায় বিএনপির বাইরেও দল-মত-নির্বিশেষে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে তার অবদানের জন্য শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নোয়াখালীর চাটখিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সনিয়া ও তার পরিবারবর্গের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সাধারণত মৃতদেহ সামনে রেখে জানাজা পড়ার নিয়ম থাকলেও বেগম খালেদা জিয়ার জানাজায় চারদিক থেকে মানুষ অংশহগ্রহণ করেছে এবং ঢাকা শহর জানাজা শহরে পরিণত হয়েছে।
বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করে, তেমনি খালেদা জিয়ার কথাও স্মরণ করবে।’
এ সময় উপস্থিত অন্যদের মাঝে বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ (ভিপি), বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ আরো অনেকে।
পরে তিনি বেলুন উড়িয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যাম্প পরিদর্শন করেন। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগী দেখেন ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয় অসহায় রোগীদের।
এবি/টিকে