ইংলিশ প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজেদের প্রথম সই সম্পন্ন করেছে ম্যানচেস্টার সিটি। ঘানার উইঙ্গার আঁতোয়ান সেমেনিওকে থেকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। সিটির সঙ্গে সেমেনিওর চুক্তির মেয়াদ থাকবে ২০৩১ সাল পর্যন্ত।
চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, সেমেনিওর ৬৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার) রিলিজ ক্লজ পরিশোধেই রাজি হয়েছে সিটি।
তাকে পেতে একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দৌড়ে জয়ী হয় পেপ গার্দিওলার দল।
২৬ বছর বয়সী এই উইঙ্গার দুই প্রান্তেই খেলতে সক্ষম। চলতি মৌসুমে এ দুর্দান্ত ফর্মে থাকা সেমেনিও এখন পর্যন্ত করেছেন ১০ গোল, যা তাকে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রেখেছে। পাশাপাশি তার নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্টও।
ক্লাবে যোগ দিয়ে সেমেনিও বলেন, ‘পেপ গার্দিওলার অধীনে গত এক দশকে ম্যানচেস্টার সিটির আধিপত্য আমি দেখেছি। তারা শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপেও অসাধারণ সাফল্য পেয়েছে।’
তিনি আরো যোগ করেন, ‘এটি এমন একটি ক্লাব যেখানে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়। বিশ্বমানের খেলোয়াড়, সুযোগ-সুবিধা এবং পেপের মতো ইতিহাসের অন্যতম সেরা কোচ।
আমার উন্নতির সুযোগ এখনো অনেক, তাই ক্যারিয়ারের এই পর্যায়ে এই ক্লাবে আসা আমার জন্য একদম আদর্শ। আমার সেরা ফুটবল এখনো সামনে।’
আরআই/টিকে