এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ। সিঙ্গাপুরের বিপক্ষে ঐ ম্যাচের জন্য ঘরোয়া ফুটবলে ২০ দিন বিরতি থাকবে। জাতীয় দলের বিগত ম্যাচগুলোর সময় এক মাস ঘরোয়া ফুটবলে খেলা বন্ধ ছিল।
ঘরোয়া ফুটবলে এখন চলছে মধ্যবর্তী দলবদল। ৩১ জানুয়ারি দলবদল শেষে ৬ ফেব্রুয়ারী লিগের খেলা পুনরায় শুরু হবে। পাঁচ রাউন্ড হওয়ার পর ১৪ মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে শেষ লিগ ম্যাচ। ১৭ মার্চ অবশ্য ফেডারেশন কাপের কোয়ালিফায়ার ও একটি এলিমেনেশন ম্যাচ হবে। ২০ দিন পর ৭ এপ্রিল আবার আরেকটি কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবল শুরু হবে। লিগের ম্যাচ ১০ এপ্রিল।
ফেডারেশন কাপের ম্যাচ সাধারণত মঙ্গলবার হয়। তবে ফাইনাল নির্ধারণ হয়েছে ১৭ এপ্রিল ফাইনাল শুক্রবার। ফাইনালের ভেন্যু অবশ্য ফেডারেশন এখনো ঠিক করেনি। লিগের শেষ রাউন্ড ২৯ এপ্রিল।
ঘরোয়া ফুটবলে ২০২৫-২৬ মৌসুমে শেষ প্রতিযোগিতা স্বাধীনতা কাপ। শুধুমাত্র দেশি ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা। শেষ পর্যন্ত হয় কি না সেটাই দেখার বিষয়।
আরআই/টিকে