বলিউড অঙ্গনে আবারও ভাঙনের গুঞ্জন। অভিনেত্রী তারা সুতারিয়া ও ব্যবসায়ী বীর পাহাড়িয়া নাকি আর একসঙ্গে নেই—এমনই আলোচনা ঘুরছে বিনোদন মহলে। যদিও এখনো পর্যন্ত তারা কিংবা বীর কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবু সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে সম্পর্ক ভাঙার জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।
সম্প্রতি এক কনসার্টে গায়ক এ পি ধিলনের সঙ্গে তারার একটি মুহূর্ত ভাইরাল হয়। সেই ঘটনার পরপরই বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়া ঘিরে শুরু হয় নানা প্রশ্ন। তখনই অনেকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।
অনুরাগীরা সামাজিক মাধ্যমে পুরোনো ছবি, মন্তব্য আর আচরণের ছোটখাটো ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন, সাম্প্রতিক সময়ে দুজনকে একসঙ্গে আর দেখা যাচ্ছে না, যা এই জল্পনাকে আরও উসকে দিচ্ছে। আবার অনেকে মনে করছেন, বিষয়টি শুধুই গুঞ্জন, নিশ্চিত হওয়ার আগে কিছু বলা ঠিক নয়।
এই মুহূর্তে পুরো বিষয়টি নিশ্চিত নয়। সব কিছুর পরিষ্কার উত্তর মিলবে তখনই, যখন তারা সুতারিয়া বা বীর পাহাড়িয়া নিজেরাই মুখ খুলবেন। তার আগ পর্যন্ত বলিউডপ্রেমীরা নজর রাখছেন, নীরবতায় ঢাকা পড়ে থাকা এই সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যায়।
টিজে/টিএ