গ্ল্যামার দুনিয়ায় সৌন্দর্যের সংজ্ঞা দিন দিন যেন আরও কৃত্রিম হয়ে উঠছে। বোটক্স, ঠোঁট কিংবা নাকের অস্ত্রোপচার, এই সবই এখন নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে চেহারার সামান্য পরিবর্তনও মুহূর্তে নজরে পড়ে যায়। তবে এই চলমান প্রবণতার বাইরে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি কখনও বোটক্স বা এ ধরনের কোনও অস্ত্রোপচার করিয়েছেন কি না। উত্তরে একেবারেই দ্বিধাহীন কোয়েল জানিয়ে দেন, এই ধরনের কোনও কৃত্রিম সৌন্দর্যচর্চায় তিনি বিশ্বাসী নন। তাঁর মতে, কারও যদি ইচ্ছে হয়, তিনি নিশ্চয়ই করবেন। কারণ শরীর ও মুখ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কে কী করবেন, সেই সিদ্ধান্তের ভালো-মন্দ বিচারে তিনি যেতে চান না।
তবে নিজের ভাবনা স্পষ্ট করতে গিয়ে কোয়েল বলেন, প্রত্যেক মানুষই নিজের মতো করে সুন্দর। সমাজে ধীরে ধীরে এক ধরনের নির্দিষ্ট সৌন্দর্যের মাপকাঠি তৈরি করে দেওয়া হয়েছে—চোখ, নাক, ঠোঁট, থুতনি এমন হলেই সুন্দর, এই ধারণা তিনি মানেন না। বরং অভিনেত্রীর বিশ্বাস, মানুষের ছোট ছোট খুঁতই তাঁকে আলাদা করে তোলে। সব কিছু যদি একেবারে নিখুঁত হয়, তাহলে সেই মানুষটির স্বাতন্ত্র্যই হারিয়ে যায়। এই খুঁতগুলিই মানুষকে অন্যদের থেকে আলাদা করে চেনায়।
কোয়েলের এই অবস্থান যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই কাজের দিক থেকেও সময়টা তাঁর জন্য বেশ উজ্জ্বল। গত বছর একের পর এক সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনীত ছবি ‘স্বার্থপর’ দর্শকমহলে ভালো সাড়া ফেলে। বড়দিনে মুক্তি পাওয়া ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ছবিটিও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়। এমনকি শোনা যায়, কিছু ক্ষেত্রে ছবিটি সমসাময়িক আলোচিত ছবিকেও টপকে গিয়েছে।
আগামী দিনেও কোয়েলের কাজ নিয়ে আগ্রহ কম নয়। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২০২৭ সালে ফের বড় পর্দায় দেবের সঙ্গে জুটি বাঁধতে পারেন তিনি। শোনা যাচ্ছে, ‘খাদান ২’ ছবির জন্য কোয়েলকে প্রস্তাব দিয়েছেন দেব। ছবির চিত্রনাট্যের কাজ চলছে। সব কিছু ঠিকঠাক হলে, এই ছবিতে আবারও দেখা যেতে পারে টলিউডের এই জনপ্রিয় নায়িকাকে।
সৌন্দর্য নিয়ে কৃত্রিমতার ভিড়ে দাঁড়িয়ে কোয়েল মল্লিকের এই স্পষ্ট অবস্থান যেন আবার মনে করিয়ে দেয়, আসল সৌন্দর্য আত্মবিশ্বাস আর নিজেকে যেমন আছি, তেমনভাবে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে।
আইকে/টিএ