স্বামীর ‘ধুরন্ধর’-এ অভিনয় করতে চেয়েছিলেন ইয়ামি

বলিউডের অন্যতম তারকা দম্পতি ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। তবে ব্যক্তিগত জীবনে রসায়ন জমজমাট হলেও পেশাদার ক্ষেত্রে তারা যে কতটা কঠোর, তা আরো একবার প্রমাণিত হল।

আদিত্য ধর পরিচালিত সর্বশেষ ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্য যখন চারদিকে শোরগোল ফেলে দিয়েছে, তখনই এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইয়ামি।

অভিনেত্রী জানান, ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য পড়ার পর তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, মনে মনে এই ছবির অংশ হওয়ার ইচ্ছা জেগেছিল তার। এমনকি মজার ছলে স্বামীর কাছে আবদারও করেছিলেন ‘ধুরন্ধর’র একটি চরিত্রের জন্য। কিন্তু পরিচালক আদিত্য ধর সাফ জানিয়ে দেন, এই ছবির কাস্টিংয়ে কোন স্বজনপোষণের জায়গা নেই।

ইয়ামির কথায়, “চিত্রনাট্যটি পড়ার পর আমার মনে হয়েছিল, ইস! আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তবে এই ছবির অংশ হতে পারতাম। চিত্রনাট্যটি এতটাই শক্তিশালী ছিল যে আমি আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম আমাকে নেওয়া যায় কি না। কিন্তু আদিত্য সরাসরি ‘না’ বলে দেয়।”



‘ধুরন্ধর’ ছবিটি একটি স্পাই-অ্যাকশন থ্রিলার, যেখানে রণবীর সিং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবির বেশিরভাগ চরিত্রই পুরুষপ্রধান। আদিত্য ধর মনে করেছিলেন, ইয়ামিকে জোর করে কোন চরিত্রে ঢোকানো মানে গল্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। পেশাদারিত্বের খাতিরেই তিনি স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন যে চরিত্রের প্রয়োজনে যাকে উপযুক্ত মনে হবে তাকেই নেওয়া হবে।

ইয়ামি অবশ্য স্বামীর এই সিদ্ধান্তে একটুও ক্ষুব্ধ নন। বরং তিনি বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, “আমাদের মধ্যে শুরু থেকেই একটা অলিখিত বোঝাপড়া আছে।

আমরা ব্যক্তিগত জীবন এবং পেশাদার জগতকে এক করি না। আদিত্য যদি মনে করে অন্য কেউ কোন চরিত্রের জন্য বেশি যোগ্য, তবে আমি সানন্দে সেটা মেনে নেই। সৃজনশীল কাজে এই সততা থাকা খুব জরুরি।”

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় আদিত্য ধরের দ্বিতীয় পরিচালনা ‘ধুরন্ধর’। রণবীর সিং, অক্ষয় খান্না, আর. মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল অভিনীত এই স্পাই থ্রিলারটি বিশ্বব্যাপী বিপুল ব্যবসা করে একের পর এক রেকর্ড ভাঙছে।

দেশপ্রেম, বিতর্ক ও বক্স অফিস- এই তিনের সংমিশ্রণেই যেন আদিত্য ধরের চলচ্চিত্রজগত। সমালোচনা যেমন আছে, তেমনি সাফল্যও প্রশ্নাতীত। ‘ধুরন্ধর’-এর সাফল্য প্রমাণ করে দিয়েছে, আদিত্য ধর এখন আর শুধু একজন পরিচালক নন, বরং সমসাময়িক হিন্দি সিনেমার অন্যতম শক্তিশালী নাম।

টিজে/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর Jan 11, 2026
img
সৌন্দর্যের নির্দিষ্ট মাপকাঠি মানেন না কোয়েল Jan 11, 2026
img

রুমিন ফারহানা

সংসদে আমি কী করতে পারি তা আ.লীগের সময় আপনারা দেখেছেন Jan 11, 2026
img
শাড়ি হোক বা বিকিনি, দঙ্গল গার্ল ফাতিমার স্টাইলেই ঘায়েল নেটপাড়া Jan 11, 2026
img
নন-স্ট্রাইকে দাঁড়িয়ে ছেলের ব্যাটিং তান্ডব উপভোগ করলেন নবী Jan 11, 2026
img
নতুন বছরের শুরুতেই খুশির খবর! মা হলেন অদিতি মুন্সি Jan 11, 2026
img
সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয় : হাইকোর্ট Jan 11, 2026
img
ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়: অভিনেত্রী জয়া বচ্চন Jan 11, 2026
img
আফগান বাপ-বেটার ঝলকে ঢাকার বিপক্ষে নোয়াখালীর জয় Jan 11, 2026
img
কিউবার পরবর্তী নেতা হচ্ছেন মার্কো রুবিও! Jan 11, 2026
১০ কৌশলে ব্যবহৃত হচ্ছে ডিপফেক-চিপফেক Jan 11, 2026
img
ব্যাংক ঋণের জন্যও তদবির করতে ঢাকায় যেতে হয়: আমীর খসরু Jan 11, 2026
img
খালেদা জিয়া জাতির আস্থাশীল অভিভাবক ছিলেন : অমিত Jan 11, 2026
ডিবির হাতে আটক মুসাব্বিরের ঘাতকরা! Jan 11, 2026
যাদের জানাযা পড়তেন না নবীজি Jan 11, 2026
ঢাবিতে চালু হচ্ছে সন্ধ্যাকালীন বাস! ডাকসু নিয়েছে আরও যেসব উদ্যোগ Jan 11, 2026
স্টাইল স্টেটমেন্টে ভাইরাল আলিয়া Jan 11, 2026
সিনেমার সাফল্যে দীপিকার মুচকি হাসি Jan 11, 2026
img
'এটা নিয়ে আমি চিন্তাও করি না', বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শান্ত Jan 11, 2026
img
প্রতিশ্রুতির চেয়েও পাঁচগুণ বেশি কাজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি: সাদিক কায়েম Jan 11, 2026