শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় যুবশক্তি ও জাতীয় যুব সংহতিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও রুহের মাগফিরাত কামনায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দেয়া নেতাদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র জেলা মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় যুব সংহতি জেলার সদস্য সচিব মোহাম্মদ সিয়ামসহ তাদের অনুসারী নেতা-কর্মীরা।
বিএনপিতে যোগ দিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি ও আমার পরিবার দীর্ঘদিন নির্যাতন ও নিষ্পেষণের শিকার হয়েছি। ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে পদত্যাগ করেছি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়েছি।
জাতীয় যুবশক্তির জেলা মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, তা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে। তাই শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপির আদর্শে বিশ্বাস রেখে আমরা বিএনপিতে যোগদান করেছি।
বাংলাদেশ জাতীয় যুব সংহতি জেলার সদস্য সচিব মোহাম্মদ সিয়াম বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিই সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। সেই বিশ্বাস থেকেই আমরা দলীয়ভাবে বিএনপিতে যোগ দিয়েছি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নবাগত নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপিকে ভালোবেসে যারা দলে যোগ দিয়েছেন, তারা আজ থেকে আমাদের পরিবারের সদস্য। তাদের রাজনৈতিক নিরাপত্তা, সম্মান ও ভবিষ্যৎ রক্ষায় আমরা সবসময় পাশে থাকবো।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, তিন শতাধিক নেতা-কর্মীর যোগদান প্রমাণ করে মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে। নতুনদের নিয়ে আমরা আরও শক্তিশালী হয়েছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শরীয়তপুরে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করবো।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে