যশোরে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে যশোর সার্কিট হাউজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিক্ষোভকারীরা শিক্ষা কর্মকর্তার মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষকরা দাবি করেন, আটক জেলা শিক্ষা কর্মকর্তা নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত না করে এ ধরনের অভিযান শিক্ষা প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করবে। এজন্য দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মুক্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় মৃত শিক্ষিকার পেনশন বাবদ নেয়া ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের হাতে আটক হন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
এসকে/টিএ