বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২১তম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেও সেঞ্চুরির স্বাদ পেলেন না তাওহিদ হৃদয়। শেষ ওভারের নাটকীয়তায় মাত্র তিন রানের জন্য শতক হাতছাড়া হয় এই তরুণ ব্যাটারের। শেষ পর্যন্ত তিনি ৫৬ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন।
তার হার না মানা এই ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করেছে ১৭৮ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুতে ওপেনিংয়ে নামা কাইল মেয়ার্স দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ইনিংস গুছিয়ে নেন হৃদয়। লিটন দাস ও ইফতিখার আহমেদ ব্যর্থ হলে কিছুটা চাপ বাড়ে রংপুরের ওপর, ধীর হয়ে যায় রানের গতি।
দুজনের ব্যাটে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ তিন অঙ্কের জুটি, যা আবারও রংপুরের ইনিংসে গতি ফেরায়। বিশেষ করে ১৯তম ওভারে রিপন মণ্ডলের করা এক ওভার থেকে আসে ২৮ রান, এই ওভারেই কার্যত বড় সংগ্রহের ভিত গড়ে দেয় রংপুর।
ইনিংসের শেষ ওভারে বল হাতে নেন রাজশাহীর অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম। তখন হৃদয়ের রান ৯২।
প্রথম বলেই চার, হৃদয় পৌঁছে যান ৯৬-এ। দ্বিতীয় বলে এক রান নিয়ে দাঁড়ান ৯৭। পরের দুই বলে স্ট্রাইকে থাকা খুশদিল শাহ চার মারার পরে বলে বিদায় নেন। শেষ বলটি ছিল নিখুঁত ওয়াইড ইয়র্কার, রান নিতে পারেননি হৃদয়। তিন রানের আক্ষেপে অধরাই থেকে যায় হৃদয়ের কাঙ্ক্ষিত সেঞ্চুরি।
নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ১৭৮ রান। রাজশাহীর পক্ষে একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে।
আরআই/টিকে