নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্তের। অনুশীলনের সময় চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়েছে ধ্রুব জুরেলকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১০ জানুয়ারি) ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুশীলনের সময় নেটে ব্যাটিং করতে গিয়ে ডান পাশের পেটের পেশিতে হঠাৎ অস্বস্তি অনুভব করেন পান্ত। এরপর দ্রুত এমআরআই করানো হয়। পরীক্ষায় তার ‘সাইড স্ট্রেইন’ বা অবলিক মাসল টিয়ারের বিষয়টি ধরা পড়েছে। ফলে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, মেডিকেল টিম বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পন্তের চোট অবশ্য ভারতের প্রথম একাদশে বড় পরিবর্তন আনছে না। ওয়ানডেতে নিয়মিত উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুলই প্রথম পছন্দ। তবে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে ছিলেন পন্ত। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে কোয়ার্টার ফাইনালে দলকে তুলেছিলেন তিনি। ছয় ইনিংসে দুটি ফিফটিও করেছিলেন।
পন্তের জায়গায় সুযোগ পাওয়া ধ্রুব জুরেল এখনো ওয়ানডে অভিষেক না হলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। শেষ সাতটি ইনিংসে তার ছয়টিই পঞ্চাশের বেশি, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটে আবারও ফর্মে ফিরেছেন উত্তর প্রদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার।
রোববার ভাদোদরায় প্রথম ওয়ানডের পর রাজকোটে ১৪ জানুয়ারি ও ইন্দোরে ১৮ জানুয়ারি সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে ভারত ও নিউজিল্যান্ড। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। তবে ওই টি-টোয়েন্টি দলে পন্ত ও জুরেল- দুজনের কেউই নেই।
ভারতের পরিবর্তিত ওয়ানডে দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।
এমআই/এসএন