ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাদেরই বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম। যেখানে বলা হয়েছে ভবিষ্যতে ব্রুকলিন ও তার স্ত্রী নিকোলার সঙ্গে কোন যোগাযোগ করতে চাইলে আইনজীবীর মাধ্যমেই করতে হবে। বর্তমান অবস্থা এমন যে, পুরো পরিবারের সঙ্গেই কোন যোগাযোগ নেই ব্রুকলিনের।
এর আগে, বাবা-মায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন ব্রুকলিন। সেখানে তিনি অনুরোধ করেছিলেন যেকোন বিষয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু সামাজিক মাধ্যমে ব্রুকলিনকে নিয়ে করা একটি ভিডিওতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ জমে। সেই সাথে বাবা-মা তার অনুরোধ উপেক্ষা করে ব্যক্তিগত আলাপের বদলে প্রকাশ্যে তার নাম ব্যবহার করছেন।
ঘটনার সূত্রপাত হয় মূলত ২০২২ সালে। ব্রুকলিনের বিয়েতে তার স্ত্রী নিকোলার জন্য পোশাক ডিজাইন করেছিলেন ভিক্টোরিয়া। সেই পোশাক পড়েননি নিকোলা আর সেখান থেকে শুরু নীরব এক অস্বস্তি। এরপর একে একে বন্ধ হয়ে যায় পারিবারিক উপস্থিতি। মা ভিক্টোরিয়ার নেটফ্লিক্স ডকুমেন্টারি, বাবা ডেভিডের ৫০তম জন্মদিন, এমনকি জীবনের অন্যতম বড় অর্জন নাইটহুড, কোনো অনুষ্ঠানেই আর দেখা যায়নি ব্রুকলিনকে।
গুঞ্জন আছে ব্রুকলিনের সাবেক প্রেমিকা কিম টার্নবুলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার ভাই রোমিও বেকহ্যাম। ডেভিডের জন্মদিন উদযাপনে টার্নবুল উপস্থিত থাকবেন—এমন খবর আগেই পেয়ে নাকি সেখানে যাননি ব্রুকলিন। সেই সাথে বেকহ্যাম বিরোধ মেটাতে চাইলেও, ব্রুকলিনের অনিচ্ছায় সেই চেষ্টাও হয় ব্যর্থ।
এসকে/টিএ