গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। সেই সময় তার জায়গায় বেছে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এরপর আট ঘণ্টা কাজের দাবিকে কেন্দ্র করে ‘কল্কি ২’ সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা—যা নিয়ে বলিউডে কম চর্চা হয়নি।
এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘ও রোমিও’।
সম্প্রতি অন্তর্জালে প্রকাশ্যে আসা ছবিটির ট্রেলারে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। সেখানে তাঁর চরিত্রের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আফসা’। আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা।
কারণ, ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিচালক বিশাল ভরদ্বাজ একটি দীর্ঘ বার্তায় জানিয়েছিলেন, তাঁর আগামী ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন।
তখন দীপিকার চরিত্রের নাম বলা হয়েছিল ‘আফসান’। ফার্স্ট লুকে নামের শেষ অক্ষরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নায়িকার বদল নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকের ধারণা, এই ছবিতেও দীপিকাকে সরিয়ে তৃপ্তিকেই চূড়ান্ত করা হয়েছে।
এই নিয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
‘অ্যানিম্যাল’ এবং ‘ভুলভুলাইয়া ২’-এর মতো পরপর দুটি হিট ছবির পর একাধিক নামী পরিচালকের পছন্দ হয়ে উঠেছেন তিনি। বলিউড সূত্রের দাবি, এই দুই ছবিই তৃপ্তির অভিনয় জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে।
প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে বড় প্রজেক্টে সুযোগ পেয়ে কি তৃপ্তি ধীরে ধীরে বলিউডের ‘এক নম্বর নায়িকা’র দৌড়ে এগিয়ে যাচ্ছেন? নাকি এই সবই নিছক গুঞ্জন—তার উত্তর দেবে সময়ই।
এবি/টিকে