পাকিস্তানের ইসলামাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা ওই বাড়িতেই ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণে আরও ছয়জন প্রাণ হারান। তাদের মধ্যে বিয়ের অতিথি ও পরিবারের সদস্যরাও ছিলেন। এ ঘটনায় অন্তত এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।
রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টায় বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। এতে বাড়িটির ছাদ ধসে পড়ে। বিস্ফোরণের ফলে দেয়ালের বেশিরভাগ অংশ উড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আহতদের স্ট্রেচারের মাধ্যমে বের করে আনেন উদ্ধারকর্মীরা।
জরুরি সেবা বিভাগের কর্মীরা জানান, লিকেজের কারণে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে পাশের তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহত বরের বাবা হানিফ মাসিহ জানান, তার ছেলের বিয়ে আগের দিনই সম্পন্ন হয়েছিল। বিস্ফোরণের সময় নবদম্পতি, পরিবারের সদস্য এবং অতিথিরা সবাই ওই বাড়িতেই ঘুমাচ্ছিলেন। রোববার স্থানীয় সময় রাত ৩টার দিকে সবাই ঘুমাতে যান। আর সকালের দিকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছেলে ও পুত্রবধূ ছাড়াও তার স্ত্রী এবং শ্যালিকা রয়েছেন।
ডেপুটি পুলিশ কমিশনার সাহিবজাদা ইউসুফ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে স্নিফার ডগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানে অনেক পরিবার জ্বালানি ও রান্নার কাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার ব্যবহার করে। লিকেজের কারণে এর আগেও গ্যাস সিলিন্ডার থেকে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি।
এমআর/টিকে