প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ মাত্র দু’দিনের মধ্যে বিশ্ববক্স অফিসে ঝড় তুলেছে। পিঙ্কভিলার ট্রেড রিপোর্ট অনুযায়ী, ছবিটি প্রথম দিনে আয় করেছে অসাধারণ ৯০ কোটি টাকা, এবং দ্বিতীয় দিনে যোগ হয়েছে আরও ৩৩ কোটি, যার ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ১২৩ কোটি টাকা।
যদিও সরকারিভাবে এখনও আনুষ্ঠানিক সংখ্যাগুলি প্রকাশিত হয়নি।
এই পারফরম্যান্স প্রমাণ করে প্রভাসের প্যান-ইন্ডিয়ান সিনেমায় ক্রমবর্ধমান প্রভাব এবং জনপ্রিয়তা। ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টারের প্রাথমিক পরিচয় পাচ্ছে। দর্শক এবং বিশ্লেষকরা উভয়েই চোখ রাখছেন, পরবর্তী দিনগুলোতে এটি আরও কোন milestones ছুঁতে পারবে কিনা।
‘দ্য রাজা সাব’ প্রভাসের জন্য আরও একবার প্রমাণ হয়ে দাঁড়াল, যে তিনি শুধু দক্ষিণী নয়, পুরো ভারতীয় সিনেমার জগতে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম।
পিআর/টিকে