যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট করছে এবং এটিকে ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কাজ নিয়ে, অন্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও।
পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে জাতিসংঘকে অবজ্ঞা করা হিসেবে দেখেছে।
বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য এসেছে এমন একটি প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে। অনেকেই তাতে উত্তর কোরিয়ার উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন।
উল্লেখ্য, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে রয়েছে।
সূত্র: এএফপি
এসকে/টিকে