বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রানি মুখোপাধ্যায় অভিনয়জগতে তিন দশকের পথ পার করলেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম হিন্দি ছবি ‘রাজা কী আয়েগী বারাত’-এর পর থেকে রানি আজ তিন দশকের অভিজ্ঞতায় সমৃদ্ধ। অভিনয়ের প্রথম দিনেই তিনি অনুভব করেছিলেন, এই জগৎ শুধুই গ্ল্যামারের নয়, বরং তার ঊর্ধ্বেও অনেক কিছু রয়েছে।
রানি লিখেছেন, “প্রথম ছবিতেই বুঝতে পেরেছিলাম অভিনয়জীবন গ্ল্যামারের থেকে অনেক বড়। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় প্রথম বার শট দিচ্ছি। এখনও ভয় লাগে।” এই ৩০ বছরের যাত্রায় তিনি বহু ধরণের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধি প্রকাশ করে বলেছেন, “এই স্বপ্ন আমি কখনও দেখিনি। বরং এই স্বপ্ন আমাকে খুঁজে নিয়েছে। এত বছরেও এই ভালোবাসা আরও গভীর হয়েছে। ক্যামেরার সামনে দাঁড়ালে নিজেকে জীবন্ত মনে হয়।”
নতুন বছরে রানি বড়পর্দায় ফিরছেন ‘মর্দানী ৩’ ছবিতে, যেখানে দর্শকরা শিবানী শিবাজী রায়ের চরিত্রে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই ছবি, যা তার প্রজন্মের শক্তিশালী উপস্থিতি পুনরায় সপ্রতিষ্ঠ করবে।
রানি মুখোপাধ্যায়ের ৩০ বছরের এই যাত্রা প্রমাণ করে, তাঁর অভিনয় শুধু গ্ল্যামার নয়, বরং আত্মউপলব্ধি, অভিজ্ঞতা ও প্রগাঢ় অনুভূতির প্রতিফলন।
এমকে/টিএ