নিজেদের তৈরি খেলোয়াড়ের কাছেই পর্যদুস্ত হলো প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (সোমবার) জোনাথান আইকোনে তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন। তার একমাত্র গোলে প্যারিস এফসির কাছে হেরে ফরাসি কাপের শেষ ৩২ থেকে বিদায় নিলো গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
পিএসজির যুব দলের খেলোয়াড় আইকোনে ৭৪তম মিনিটে গোলটি করেন। তাতে আন্ডারডগ দলের কাছে হারতে হলো ফরাসি জায়ান্টদের।
স্বাগতিকরা প্যারিসের গোলমুখের সামনে কয়েকবার হানা দিয়েছিল। তাদের সেরা সুযোগ এসেছিল ৮৭তম মিনিটে। ওয়ারেন জাইরে-এমেরির ওই শট গোলপোস্টে আঘাত করে।
নিজেদের ক্লাব ইতিহাসে এনিয়ে চতুর্থবার মুখোমুখি হলো প্যারিসের দুই ক্লাব। ঠিক আট দিন আগে একই ভেন্যুতে এই প্রতিপক্ষকে পিএসজি ২-১ ব্যবধানে লিগ ওয়ানে হারিয়েছিল।
প্যারিসের শুরুটা ভালো হয়েছিল। আলমানি গোরির শট সেভ করেন লুকাস শাভেলিয়ের। তবে স্বাগতিকরা চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে। ভিতিনহা গোলের বেশ কাছে ছিলেন। ব্রাডলি বারকোলাও সুযোগ নষ্ট করেন।
অতিথি দলের কিপার ওবেদ এনকামবাদিওকে ব্যস্ত রাত পার করতে হয়েছে। খভিচা কভারাৎসখেলিয়া ও গনসালো রামোসের দুই অর্ধের শট রুখে দেন তিনি।
জাইরে-এমেরি দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন, বারেকোলার শট ব্লকড হয়। তারপর ওবেদ প্রতিহত করেন উসমান দেম্বেলেক।
খেলার ১৬ মিনিট বাকি থাকতে প্যারিস লিড পায়। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে বদলি নামা ইলান কেব্বাল বক্সের ডানপাশ দিয়ে পাস দেন। আইকোনে সহজেই জাল খাঁপান।
শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া পিএসজিকে হতাশ করেছেন দেসিরে দুয়ো ও ভিতিনহা। দুজনের শট গোলবারের পাশ দিয়ে গেছে।
টিজে/টিকে