সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে সোমালিয়া। সোমবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দেয় দেশটির সরকার।
বাতিল হওয়া চুক্তির মধ্যে রয়েছে বন্দর পরিচালনা, নিরাপত্তা সহযোগিতা ও প্রতিরক্ষা সংক্রান্ত সব সমঝোতা। বিশেষ করে বারবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব চুক্তি বাতিল করা হয়েছে।
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুআল্লিম ফিকি বলেন, ইউএইয়ের কিছু কর্মকাণ্ড সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে-এমন বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর এই সিদ্ধান্ত এলো। সোমালিল্যান্ড সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বঘোষিত স্বাধীন অঞ্চল, যা ১৯৯১ সালে আলাদা হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
এছাড়া সম্প্রতি ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল-জুবাইদি সোমালিল্যান্ডের বারবেরা বন্দর হয়ে ইউএই সফর করেন। এ ঘটনাও আলোচনার জন্ম দেয়।
পিএ/টিকে