সমালোচকদের প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। নতুন বছরের শুরুতেই বক্স অফিসে ধাক্কা খেল এই সিনেমা।
যেখানে দেবের ‘প্রজাপতি ২’ ‘ধুরন্ধর’ ঝড়ের মাঝেও ভালো ব্যবসা করছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কোয়েল মল্লিকের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘একটি খুনীর সন্ধানে মিতিন’ মোটের ওপর সন্তোষজনক ফল করেছে, সেখানে দর্শকশূন্য প্রেক্ষাগৃহে হিমশিম খেতে হচ্ছে অঙ্কুশের ছবিকে।
বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম চার দিনে ছবিটির মোট আয় মাত্র ১৫ লাখ রুপি।
প্রথম দু’দিনে আয় ছিল ৭ লাখ রুপি। রবিবারেও ছবির কালেকশনে উল্লেখযোগ্য কোনো উত্থান হয়নি সেদিন টিকিট বিক্রি হয়েছে মাত্র ৫ লাখ রুপির। সোমবার ছবির আয় নেমে আসে ৩ লাখে।
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রযোজনায় এবং সুমিত-সাহিলের পরিচালনায় নির্মিত এই রোমান্টিক কমেডি ড্রামার গল্প আবর্তিত হয়েছে ‘ঝন্টু’ (অঙ্কুশ) নামের এক যুবককে ঘিরে, যে তার চারপাশের নারীদের জটিল মনস্তত্ত্ব বুঝতে গিয়ে বারবার বিপাকে পড়ে।
মূলত ২৩ জানুয়ারি সরস্বতী পূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল অঙ্কুশের। তবে বক্স অফিসের চাপ ও প্রতিযোগিতার কথা ভেবে কোনো উৎসবের মৌসুম ছাড়াই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মুক্তির পর দর্শক না আসায় হতাশার সুর ধরা পড়ে অঙ্কুশের কণ্ঠে। দুই দিন আগে ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘জানি না ২৩ জানুয়ারি পর্যন্ত ছবির কতগুলো শো রাখতে পারব, যদি না আপনারা আমাকে সাপোর্ট করেন।
’
অভিনেতা আরো জানান, টিকিট কেটে আমি লোক ভরাতে পারব না। যা টাকা ছিল, সব ছবিতে লাগিয়ে দিয়েছি। আমি ফেক পারসেপশন তৈরি করতে পারব না।
অঙ্কুশের এই মন্তব্য নতুন করে ইন্ডাস্ট্রিতে ‘বক্স অফিস কালেকশন ফুলিয়ে ফেলা’ নিয়ে চলা বিতর্কে ঘি ঢেলেছে বলেই মনে করছেন অনেকেই।
এছাড়া অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন, চলতি বছরে আর কোনো ছবি প্রযোজনা করার পরিকল্পনা নেই তার।
কারণ হিসেবে জানিয়েছেন, মানসিকভাবে চরম ক্লান্তি।
উল্লেখ্য, অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেন ছাড়াও ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত ও সোহাগ সেন।
এমকে/টিএ