তিন দশকের বর্ণিল অভিনয়জীবনের ইতি টানতে চলেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। চলতি মাসেই মুক্তি পাচ্ছে তাঁর শেষ সিনেমা ‘জন নায়ক’। এই ছবির মাধ্যমেই বড় পর্দাকে বিদায় জানিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোযোগী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিজয়ের বিশ্বাস, রাজনীতি কোনো খণ্ডকালীন বিষয় নয়; তামিলনাড়ুর মানুষ রাজনীতিকদের কাছ থেকে পূর্ণ নিষ্ঠা ও সর্বোচ্চ দায়বদ্ধতা প্রত্যাশা করেন।
তামিল রাজনীতির ইতিহাসে এম জি রামচন্দ্রন ও জয়ললিতার মতো তারকারা অভিনয় ছেড়ে রাজনীতিতে এসে শীর্ষে পৌঁছেছিলেন। সেই পথ অনুসরণ করতেই নিজের রাজনৈতিক দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম গড়ে তুলেছেন বিজয়। সিনেমার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, দুর্নীতিবিরোধী বার্তা ও তামিল পরিচয়ের কথা দীর্ঘদিন ধরেই তুলে ধরেছেন তিনি। ‘জন নায়ক’ ছবিতেও স্পষ্ট রাজনৈতিক বক্তব্যে ধরা পড়ছে সেই দর্শন।
বিশ্লেষকদের মতে, বিপুল জনপ্রিয়তা ও ভক্তসমর্থন বিজয়ের বড় শক্তি হলেও রাজনীতির মাঠে তারকা খ্যাতি কতটা ভোটে রূপ নেবে, সেটিই এখন বড় প্রশ্ন। অভিনয়ের রাজকীয় অধ্যায় শেষ করে কঠিন বাস্তবতার রাজনীতিতে বিজয় কতদূর যেতে পারেন, সে দিকেই তাকিয়ে দক্ষিণ ভারতের চোখ।
এমকে/টিএ