ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছেন একেবারে ভিন্ন রূপে। জনপ্রিয় কার্টুন বা রূপকথার গল্প নয়, বরং নতুন ধারার ওয়েব সিরিজে তাকে দেখা যাবে ‘ঠাকুমা’ চরিত্রে। সিরিজটির নাম ‘ঠাকুমার ঝুলি’।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর মধ্যে ‘ঠাকুমার ঝুলি’র নাম ঘোষণা করেছে। এই সিরিজে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। গল্প আবর্তিত হবে এক ঠাকুমা ও নাতনির আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে। শ্রাবন্তীকে আগে মা বা স্ত্রীর চরিত্রে দেখা গেছে, তবে এবার পুরোপুরি নতুন চরিত্রে তাকে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
প্রিয় নায়িকার এই নতুন চরিত্র ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা চর্চা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মন দিয়েছেন নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসেই ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের শ্যুটিংয়ে অংশ নেবেন তিনি।
গত বছর মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘দেবী চৌধুরানি’ দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। এবার দর্শক অপেক্ষায় আছেন শ্রাবন্তীর নতুন ‘ঠাকুমা’ লুক দেখার জন্য।
এমকে/টিএ