বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের গৃহকর্ত্রী এবং প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন একজন মা হিসেবে নিজের সফলতার কথা তুলে ধরলেন। তারকা সন্তান বা 'স্টার কিড' মানেই যে বখে যাওয়া—সেই প্রচলিত ধারণা ভুল প্রমাণ করে তিনি অভিষেক ও শ্বেতাকে যে সঠিক মূল্যবোধে মানুষ করেছেন, তা নিয়েই তৃপ্তি প্রকাশ করলেন।
জয়া বচ্চন বলেন, "এমন কোনো দিন নেই যেদিন আমি সন্তানদের জন্য গর্ব অনুভব করি না। আমি খুব খুশি যে আমরা তাদের সঠিক শিক্ষায় বড় করেছি, নষ্ট হতে দিইনি।"
তিনি জানান, বচ্চন পরিবারের বিশাল জৌলুস ও খ্যাতির মাঝে থেকেও সন্তানদের তিনি মাটির কাছাকাছি রেখেছেন। অর্থের প্রাচুর্যে তাদের 'নষ্ট' হতে দেননি, বরং সুশিক্ষা ও সংস্কার দিয়ে গড়ে তুলেছেন। একজন সফল অভিনেত্রীর চেয়েও একজন সফল মা হিসেবে তাঁর এই আত্মতৃপ্তি এবং কঠোর অনুশাসন ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
ইউটি/টিএ