অভিনেত্রী ও সঞ্চালিকা শাশ্বতী গুহঠাকুরতা এবং অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বাস্তবে ভাই-বোন। কিন্তু একগুচ্ছ ধারাবাহিকে তাঁরা মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিক যেমন ‘নানারঙের দিনগুলি’, ‘মোহনা’, ‘আস্থা’-এ তাঁদের এই ভিন্ন সম্পর্ক পর্দায় দর্শকদের দেখেছে।
ভাস্বর জানিয়েছেন, শাশ্বতী তার পিসির মেয়ে। অভিনয়ের সূত্রে তাঁদের যোগাযোগ অনেক নিবিড় হয়েছে। তিনি বলেন, “আমরা ভাই-বোন। এটা অনেকেই জানে না। রানিদি আমার থেকে অনেক বড়। ধারাবাহিকে আমরা মা-ছেলের চরিত্রে অভিনয় করেছি, এটা নিয়েও আমরা মজা করি। দিদি আমার বাবার খোঁজখবরও নেন। রানিদির মেয়ে আমার থেকে একমাস বড়। পর্দায় মা-ছেলে হলেও আমাদের দিদি-ভাইয়ের বন্ধুত্ব খুবই সুন্দর।”
বর্তমানে ভাস্বরকে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে। তিনি লেখালেখিও করেন এবং প্রকাশিত বইগুলো পাঠকমহলে প্রশংসিত হয়েছে। নতুন ধারাবাহিকে ভাস্বরের চরিত্র নিয়েও আলোচনার শেষ নেই। এর আগে তাকে হিন্দি ধারাবাহিকে যেমন ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি’ এবং ওয়েব সিরিজ ‘শাখা প্রশাখা’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।
এমকে/টিএ