বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১ আসনে এমপি প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, খালেদা জিয়া শুধু একটি দলের নয়, তিনি ছিলেন এ দেশের সাধারণ মানুষের আশা ও ভরসার নেত্রী। তিনি ছিলেন আমাদের জনগণের নেত্রী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে ঢাকার দোহার উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। জুলুম-নির্যাতনের মুখেও তিনি কখনো জনগণের অধিকার থেকে সরে যাননি। খালেদা জিয়ার জানাজা তা প্রমাণ করে।
এ সময় দোহার উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেই। এতে মিলাদ মাহফিল অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানটি দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ সানু মোল্লার সার্বিক তত্ত্বাবধানে সাবেক সংসদ সদস্য শহীদ আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহসভাপতি মো. সালাহউদ্দিন মোল্লা, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু তালেব, অ্যাডভোকেট মনির হোসেন রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, বিএনপি নেতা অ্যাড. সোহানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআই/টিএ