একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, এসব তথ্য আর্থিক লেনদেনসহ ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ডের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করছে।’
নজরুল ইসলাম খানের ভাষায়, ‘উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়, কেন এসব তথ্য নেওয়া হচ্ছে। আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আসলে এর কোনো প্রয়োজনও নেই।’
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ‘এসব তথ্য ব্যবহার করে ভুয়া ভোটার তৈরি করা বা বেআইনি আর্থিক লেনদেনের চেষ্টা হতে পারে।’
তিনি বলেন, ‘ভোটারদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো; কিছু আর্থিক লেনদেনের সম্ভাবনাও আমরা দেখছি। এ বিষয়টি নির্বাচনের স্বচ্ছতার সঙ্গে সরাসরি জড়িত।’
তিনি জানান, বিএনপির পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর আগাম প্রচারণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রচারণা চলছে।’
তিনি বলেন, ‘সরকারিভাবে যদি তা অন্যায় না হয়, তবে অন্যদের ক্ষেত্রেও সেটিকে অন্যায় বলা যায় না।’
তিনি বলেন, ‘সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি।
আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।’
এমআই/টিএ