আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনের দুর্গম এলাকার ২০ কেন্দ্রে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার।
ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার জেলা সদরে আনা হবে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসন পুরো জেলা নিয়ে গঠিত। আসনটির নির্বাচনি এলাকায় জেলার মোট ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ২১৩টি।
সেগুলোর মধ্যে হেলিসোর্টি কেন্দ্র ২০টি। এসব হেলিসোর্টি কেন্দ্রের মধ্যে রয়েছে বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৫টি।
তিনি আরও জানান, আসনটির নির্বাচনি এলাকায় এবারের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭, যাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।
এদিকে ১২ জানুয়ারি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হেলিসোর্টি কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
এ সময় স্থানীয় জনগণের মাতৃভাষায় প্রকাশিত গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি করেন তিনি।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে রাঙামাটিতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে যা কিছু করণীয় তার সব প্রস্তুতি চলছে।
এসকে/টিএ