আমাজন প্রাইম ভিডিওতে আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তেলুগু ক্রাইম থ্রিলার ‘চীকাটি লো’। এই ছবির মাধ্যমে ওটিটি দুনিয়ায় তেলুগু ভাষায় অভিষেক হচ্ছে অভিনেত্রী শোভিতা ধুলিপালার। পরিচালক শরন কপ্পিসেট্টির এই ছবিতে একেবারে নতুন ও সাহসী রূপে দেখা যাবে শোভিতাকে, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে।
ছবির গল্প আবর্তিত হয়েছে সন্ধ্যা নামের এক প্রাক্তন সাংবাদিককে ঘিরে, যিনি বর্তমানে ট্রু ক্রাইম পডকাস্টার। রহস্যজনক পরিস্থিতিতে তার ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হলে তিনি এক সিরিয়াল ধর্ষকের মামলার গভীরে প্রবেশ করেন। তদন্ত করতে গিয়ে সামনে আসে সমাজের অন্ধকার দিক—পিতৃতন্ত্র, ক্ষমতার অপব্যবহার ও চেপে রাখা মানসিক ক্ষতের ভয়াবহ সত্য। একই সঙ্গে নিজের অতীতের সঙ্গেও লড়াই করতে হয় সন্ধ্যাকে।
ভিস্বদেব রাচাকোন্ডা, চৈতন্য বিশালক্ষ্মী, ঝাঁসি, ইশা চাওলা ও আমানির মতো অভিনেতাদের উপস্থিতিতে ছবিটি মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার মেলবন্ধন ঘটিয়েছে। ২০২৬ সালের শুরুর অন্যতম আলোচিত ডিজিটাল মুক্তি হতে চলেছে ‘চীকাটি লো’।
এবি/টিএ