বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিনটি পাসপোর্টই এশিয়ার তিন দেশের দখলে। হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ প্রতিবেদনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শীর্ষ পাসপোর্টগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, প্রথম স্থানে সিঙ্গাপুর, যৌথভাবে দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশে দেশে ভ্রমণে কম বিধিনিষেধ, সীমান্তে ছোট লাইনে দ্রুত পার হওয়া-এই সুবিধাগুলো পেতে কিছু দেশের পাসপোর্ট অন্যগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। খবর সিএনএনের।
শীর্ষস্থানগুলোর অবস্থান লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও রেসিডেন্সি পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর তৈরি করা এই সূচকে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)- এর একচেটিয়া তথ্য ব্যবহার করা হয়েছে। সূচকে মোট ২২৭টি দেশ ও অঞ্চল বিবেচনায় নেয়া হয়।
সিঙ্গাপুরের পাসপোর্টধারী ব্যক্তি বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার পাবেন। এশিয়ার অন্য দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা প্রত্যেকে ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার উপভোগ করবেন।
সমান স্কোর হলে হেনলি একাধিক দেশকে একই অবস্থানধারী হিসেবে গণনা করে। সে কারণে- তৃতীয় স্থানে সম্মিলিতভাবে রয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে আলাদাভাবে ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।
চতুর্থ স্থানে রয়েছে ইউরোপীয় ১০টি দেশ-অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে আলাদাভাবে ১৮৫টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।
পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে আলাদাভাবে ১৮৪টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।
এসএস/টিএ