ফ্লাগশিপ স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। খুব শীঘ্রই বাজারে আসছে স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S26।
ফাঁস হওয়া স্যামসাংয়ের সাম্প্রতিক তথ্য বলছে, আগামী ১১ মার্চ ২০২৬ থেকে বিশ্ববাজারে এই সিরিজের ফোনগুলো বিক্রি শুরু হতে পারে।
কবে আসছে নতুন এই স্মার্টফোন?
আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে পর্দা উঠবে এই ফোনগুলোর। ইভেন্টের দিন থেকেই শুরু হবে প্রি-অর্ডার। তবে রিটেইল শপে ফোনগুলো পাওয়া যাবে ১১ মার্চ থেকে। সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে স্যামসাং নতুন ফোন আনলেও, এবার অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে কিছুটা দেরিতে আসছে এই সিরিজ।
গ্যালাক্সি S26 সিরিজের সম্ভাব্য ফিচারসমূহ:
পাওয়ারফুল প্রসেসর: ফোনগুলোতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ অথবা এক্সিনোস ২৬০০ চিপসেট।
ডিসপ্লে: S26 আল্ট্রা মডেলে থাকছে ৬.৯ ইঞ্চির বিশাল এম-১৪ কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড স্ক্রিন।
ক্যামেরা: ফটোগ্রাফি প্রেমীদের জন্য আল্ট্রা মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী মেইন ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: ৫,০০০mAh ব্যাটারির সাথে এবার থাকছে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা আগের চেয়ে দ্রুত চার্জ নিশ্চিত করবে।
ডিজাইন পরিবর্তন: ফ্লাগশিপ ফোনের অগ্রিম সংবাদ দেয় এমন ইউটিউব রিভিউয়ের তথ্যে জানা গেছে , S26 Ultra-তে আগের তুলনায় আরও স্লিম বডি এবং কিছুটা রাউন্ডেড কর্নার থাকতে পারে, যা হাতে ধরার ক্ষেত্রে আরও আরামদায়ক হবে। মূল সেন্সরে বড় ধরনের আপগ্রেড এবং জুম লেন্সের সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে।
AI ফিটনেস: কৃত্রিম বুদ্ধিমত্তা বা Galaxy AI-এর আরও উন্নত সংস্করণ থাকবে, যা ফটো এডিটিং এবং রিয়েল-টাইম ট্রান্সলেশনে নতুন মাত্রা যোগ করবে।
ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পাশাপাশি শীঘ্রই অন্যান্য দেশের বাজারেও এই সিরিজটি পাওয়া যাবে। প্রিমিয়াম ডিজাইন আর উন্নত ফিচারের সমন্বয়ে স্যামসাং এবারও বাজিমাত করবে বলে ধারণা করা হচ্ছে।