‘আপাতত সিদ্ধান্ত’ আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে আজ। তবে সেই আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকতে আমন্ত্রণ পায়নি ইসলামী আন্দোলন। সংগত কারণে দলীয় ‘আপাতত সিদ্ধান্ত’ সেই সংবাদ সম্মেলনে থাকছেন না তারা।


এদিকে, ১১ দলীয় জোট থেকে আসন সমঝোতা করবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত।

বৈঠকে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি মিডিয়া ইনভাইটেশন পাঠানো হয়েছে গণমাধ্যমে।

তাতে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আসন সমঝোতার এই চূড়ান্ত যৌথ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন থাকছে কি না জানতে বুধবার বেলা সাড়ে ১১টায় যোগাযোগ করা হলে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ঢাকা পোস্টকে বলেন, ‘এখানো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত রাতে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা মতামত নিয়ে রেখেছি। এই মতামতের আলোকে আমরা কি করব আজ হয়ত সিদ্ধান্তটা হতেও পারে।’

তিনি বলেন, ‘আজ বাদ জোহর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুদেবার্তা পাঠিয়ে আসন সমঝোতা চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা বলা হয়েছে। যেখানে ১১ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জামায়াতের পক্ষ থেকে আসন সমঝোতার বিষয়ে ১১ দলীয় জোটের নেতারা ইতিবাচক বলেও জানানো হয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঢাকা পোস্টকে বলেন, ‘এরকম সংবাদ সম্মেলনের দাওয়াত আমরা এখনো পাই নাই, শুনি নাই। আমাদের সঙ্গে পরামর্শও করা হয় নাই। তাই আপাতত সিদ্ধান্ত সেই সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন।’
ইসলামী আন্দোলন আসন সমঝোতা করবে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘দুপুরে আমাদের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে, আসন সমঝোতায় আমরা থাকব কি না।’

ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাতে অনুষ্ঠিত বৈঠকে সব বিষয়ে আলোচনা হয়েছে, আসন সমঝোতায় থাকা দরকার কি না, থাকলে সুবিধা কি? না থাকলে অসুবিধা কি? এসব নিয়ে আলোচনায় ভিন্ন ভিন্ন মতামত এসেছে। রাতের বৈঠকে নানা পরামর্শ এলেও সিদ্ধান্ত হয়নি। আজ দুপুরে আবার কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক ডাকা হয়েছে। সিদ্ধান্ত কোন জায়গায় আটকে আছে তা নিয়ে সেখানে আলোচনা হবে।

ইসলামী আন্দোলনের এক শীর্ষ নেতা ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন সরকারের আমলে আমরা আসন সমঝোতার প্রস্তাব পেয়েছি। সুযোগ-সুবিধা প্রস্তাবও ছিল অনেক কিন্তু যাইনি। এবার ১১ দলীয় জোটের শরিক হিসেবে ইসলামী আন্দোলনের সঙ্গে কিছু অনিয়ম-সমন্বয়হীনতা স্পষ্ট। যার কারণে দূরত্ব তৈরি হয়েছে। আমাদের পথচলা শুরু হয়েছিল সমঝোতার ভিত্তিতে।

সবাই মিলে পরামর্শ করে প্রত্যেকটা সিদ্ধান্ত নেব। কিন্তু এটা স্পষ্ট যে, শেষের দিকে সে বিষয়টা ভিন্ন লাইনে চলে গেছে। জোটের সবার সঙ্গে পরামর্শ না করে কিছু দলকে আসন দিয়ে দেওয়া হয়েছে। এই আসন কার থেকে দেওয়া হলো? এগুলো চিন্তা না করে এটা কেন করা হয়েছে। এটার এখনো ব্যাখ্যা আমরা বুঝতে পারিনি।

তিনি বলেন, আসন সমঝোতার চেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো জোটের সমমানসিকতা, সমঝোতা। এত ভুল, একপাক্ষিক সিদ্ধান্ত, সংশয়, সন্দেহ সৃষ্টি হলো। এভাবে আমরা চলতে থাকলে সামনে আরও বড় কোনো ‘গুলির মধ্যে পড়ে যাব কি না’ সন্দেহ থেকেই যায়।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান Jan 14, 2026
img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি

টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা Jan 14, 2026
img
বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা Jan 14, 2026
img
বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 14, 2026
img
কেন রিয়াল মাদ্রিদে সফল হয়নি আলোনসোর কৌশল? Jan 14, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজের মনোনয়ন বৈধ ঘোষণা Jan 14, 2026
img
আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির Jan 14, 2026
img
ব্রাজিল ফ্যান জামাল চান, ডেনমার্ক বিশ্বকাপ জিতুক Jan 14, 2026
img
প্রীতিভোজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ Jan 14, 2026
img
চবি উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগের দাবি ছাত্রদলের Jan 14, 2026
img
দীর্ঘ চার বছর বিরতির পর ফিরছে বিটিএস, ২০ মার্চ প্রকাশিত হবে নতুন অ্যালবাম Jan 14, 2026
img
প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন Jan 14, 2026
img
প্রশংসা করে ট্রলের শিকার আলিয়া Jan 14, 2026
img
উপহারের টোপ দিয়ে বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ! Jan 14, 2026
img
জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য Jan 14, 2026
img
শনিবারে বিয়ে করেছেন জেফার-রাফসান, আজ আনুষ্ঠানিকতা Jan 14, 2026
কারাবাও কাপের সেমিতে নিউক্যাসলকে হারাল ম্যানচেস্টার সিটি Jan 14, 2026
img
৮২৫ দিন পর ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়ে শীর্ষে কোহলি Jan 14, 2026
img
পিডব্লিউডির সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট ক্রোক Jan 14, 2026
img
কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ Jan 14, 2026