কর্নেল (অব.) অলিকে প্রধান আসামি করে থানায় এজাহার

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি রাতে সাতকানিয়া থানায় এই অভিযোগ দায়ের করেন বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনি প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু। তবে অভিযোগের তিন দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগে আরও যাদের নাম রয়েছে- সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিস উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন জামাল, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, ইকবাল হোসেন, মোহাম্মদ আরিফ উদ্দিন, মো. রনি ও এইচ এম রেজাউল করিম। তাদের অনেকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বাইরের, বিশেষ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার লোক বলে জানা গেছে।

এজাহারে বলা হয়, এম এ হাশেম রাজু বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ের দায়িত্ব নেয়ার পর থেকে কর্নেল অলি ও তার দলের নেতা-কর্মীরা নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। প্রধান সমন্বয়কের দায়িত্ব না ছাড়লে রাজুকে খুন করারও হুমকি দেয়া হয়। গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন দলীয় কর্মী ও তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিকে নিয়ে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পুরানগড় ইউনিয়নে দোয়া মাহফিলে যোগ দেন। রাত ১১টার দিকে দোয়া মাহফিল শেষে মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে গন্তব্যে ফিরছিলেন। গাড়িটি বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজের কাছে পৌঁছলে রাজুর গাড়ির গতিরোধ করে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কর্নেল অলির নির্দেশে এলডিপির অর্ধশতাধিক নেতা-কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে রাজুর গাড়ি ভাঙচুর ও গুলি চালায়।

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে কর্নেল অলির মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও রিসিভ করেননি। পরে কথা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগেও বলেছি, রাজুর গাড়িতে কথিত হামলায় এলডিপি ও জামায়াতসহ ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়।’ তার ভাষ্য, অভিযোগে এমন লোকের নামও এসেছে, যাদের বাড়ি চট্টগ্রাম-১৫ আসনে হলেও তারা ঢাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকায় ঈদের সময়ও বাড়িতে আসতে পারেন না। অথচ তাদের বিরুদ্ধে হামলার মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এম এ হাশেম রাজু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ: ভূমি উপদেষ্টা Jan 14, 2026
img
বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী অর্চনা পূরণ সিং Jan 14, 2026
img
র‌্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা Jan 14, 2026
যা বলেন তা কি মানেন? | ইসলামিক জ্ঞান Jan 14, 2026
যে কারণে রাস্তা ব্লক করল শিক্ষার্থীরা Jan 14, 2026
কারাবাও কাপের সেমিতে নিউক্যাসলকে হা-রা-ল ম্যানচেস্টার সিটি Jan 14, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দলে সাকিব Jan 14, 2026
img
প্যানভেল ফার্মহাউসে সালমান, ধোনি ও এপি ধিলনের অপ্রত্যাশিত মিলন Jan 14, 2026
img
আবু সাঈদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু ২০ জানুয়ারি Jan 14, 2026
img
নির্বাচনকে সামনে রেখে বিদেশি নাগরিকদের ভিসা নিয়ে সরকারের নতুন নির্দেশনা Jan 14, 2026
img
৪৩৩ কোটি টাকা লোপাট, পিকে হালদারসহ ৩৫ জনের নামে মামলা Jan 14, 2026
img
জামায়াতের নির্বাচনি ইশতেহারে থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা Jan 14, 2026
img
জুলাই জাতীয় সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: সালাহউদ্দিন Jan 14, 2026
img
কেন জেফার-রাফসান আলোচনায়? Jan 14, 2026
img
পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান Jan 14, 2026
img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি

টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা Jan 14, 2026
img
বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা Jan 14, 2026
img
বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 14, 2026
img
কেন রিয়াল মাদ্রিদে সফল হয়নি আলোনসোর কৌশল? Jan 14, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজের মনোনয়ন বৈধ ঘোষণা Jan 14, 2026