২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সেই দলের নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ সফরের পর এটি নেদারল্যান্ডসের প্রথম টি-টোয়েন্টি দল। আগের স্কোয়াডের সঙ্গে এই দলে অনেক পরিবর্তন এসেছে।
দলে ফিরেছেন সাকিব জুলফিকার। গেল বছরের জুলাইয়ের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচেই খেলেননি তিনি। যার ফলে তার দলে ফেরাটা খানিকটা চমকই উপহার দিয়েছে।
এদিকে রোলোফ ভ্যান ডার মার্ভে, বাস ডি লিডে, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশে। তারা সর্বশেষ খেলেছিলেন ইউরোপ অঞ্চল ফাইনালে। ওই টুর্নামেন্টের পর নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে গিয়েছিল।
৩৪ বছর বয়সী অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও দলে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২৫ ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে তিনি ৩০৪ রান করেন।
৩৪ বছর বয়সী টিম ভ্যান ডার গুগটেনও দলে জায়গা পেয়েছেন। তিনি ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরলেন। ব্লাস্টে তিনি ১০ ম্যাচে ছয় উইকেট নেন।
মিডিয়াম ফাস্ট বোলার লোগান ভ্যান বেকও ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে খেলেছিলেন। এরপর নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে সাত ম্যাচে পাঁচ উইকেট নেন।
কাইল ক্লেইন ও নোয়া ক্রোস এই দলে আছেন। তবে তারা এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। নোয়া ক্রোস এডওয়ার্ডসের ব্যাকআপ উইকেটকিপার।
এই দলে নেই তেজা নিডামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং। তারা সবাই বাংলাদেশ সিরিজে ছিলেন। একই সঙ্গে বাদ পড়েছেন সেড্রিক ডি লাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শরিজ আহমেদ ও রায়ান ক্লেইন।
দলের প্রধান কোচ রায়ান কুক। সহকারী কোচ হিসেবে আছেন রায়ান ভ্যান নিইকার্ক ও হেইনো কুন।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে। নামিবিয়ার বিপক্ষে ১০ ফেব্রুয়ারি দিল্লিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। ভারতের বিপক্ষে ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে।
নেদারল্যান্ডস দল-
স্কট এডওয়ার্ডস, নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকারেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, লোগান ভ্যান বেক, রোলোফ ভ্যান ডার মার্ভে ও টিম ভ্যান ডার গুগটেন।
এসকে/টিএ