অভিনেত্রী দিশা পটানী এবং তাঁর আলোচিত প্রেমিক প্রবাসী পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সূত্রের খবর, নূপুর সেননের বিয়ের অনুষ্ঠানে উদয়পুরে গায়কের আচরণকে ঘিরে দর্শক ও ফটোগ্রাফারের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।
বিয়ের আসরের বাইরে বন্ধুদের সঙ্গে বেরোচ্ছিলেন তলবিন্দর। লিফ্টের দিকে এগোচ্ছিলেন দিশা ও মৌনী রায়। সেই সময় গায়ককে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছুটা অস্বস্তি মনে হচ্ছিল। আচমকাই তিনি অশ্লীল একটি ভঙ্গিমা দেখান, যা দর্শকমহলে সমালোচনার ঝড় তোলে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অনেকে এ ধরনের আচরণকে অযথা ও অসভ্য হিসেবে উল্লেখ করেছেন।
গায়ক তলবিন্দর শুধু গান গাওয়া নয়, নিজের সুর ও রচনায়ও সক্রিয়। মাত্র চার বছর বয়সে শুরু করেন সঙ্গীতচর্চা, ১৪ বছর বয়সে চলে যান সান ফ্রান্সিসকোয়। ক্যানাডায় তিনি বেশ জনপ্রিয়। মঞ্চে উপস্থিত হলে মুখোশ পরে থাকেন, তবে সাধারণ জনসমক্ষে এমন কাণ্ডে নজর কাড়লেন। দর্শকরা এই ঘটনার পরও তাঁর গানের প্রতি আগ্রহ দেখিয়ে চলেছেন।
তলবিন্দরের এই আচরণ ও দিশার সঙ্গে সম্পর্কের খবর ইতিমধ্যেই বিনোদন জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
এমকে/টিএ