সংগীতাঙ্গনের পরিচিত মুখ জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘদিন ধরে যে সম্পর্ককে কেবল ‘গুজব’ হিসেবে উড়িয়ে দেওয়া হচ্ছিল, তা অবশেষে পেয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে নানারকম আলোচনা চললেও, ব্যক্তিগত জীবনকে লুকিয়ে রাখার তাদের চেষ্টা দুই বছরের ব্যস্ততা ও সমালোচনার মধ্যেও দৃঢ়ভাবে বজায় ছিল।
রাফসান সাবাব ২০২৩ সালের ৯ নভেম্বর হঠাৎ ফেসবুক পোস্টের মাধ্যমে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি ঘোষণা করেছিলেন। সেই সময়ে তার প্রাক্তন স্ত্রী সানিয়া এশা পাল্টা দাবি করেছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল ও আলোচনা জেফার রহমানের সঙ্গে রাফসানের ঘনিষ্ঠতার দিকে সরিয়ে গিয়েছিল।
গত বছর মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপে দুজনকে একান্ত সময় কাটাতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও, জুটি কোনও মন্তব্য করেননি। দুই বছর ধরে চলা বিতর্ক, গুঞ্জন ও সমালোচনার পর এবার বিষয়টি স্পষ্ট হলো। যেই সম্পর্ককে এতদিন অস্বীকার করা হয়েছিল, সেই প্রেমের নতুন অধ্যায় এখন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
ভক্ত ও অনুরাগীরা তাদের এই নতুন যাত্রাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন। নেটিজেনদের প্রশ্ন, সমালোচনা এবং রসিকতা সবকিছুকে পেছনে ফেলে রাফসান ও জেফার এবার নিজেদের সুখের পথে এগিয়ে যাচ্ছেন। সংগীত ও বিনোদন জগতের এই নতুন দম্পতি এখন নিজস্ব জীবনকে নিয়ে নতুন গল্প গড়বেন, যা ভক্তদের জন্যও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।
পিআর/টিএ