পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী এলাকার টিএমএসএস অডিটোরিয়ামে জেলা যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপেই নানা ষড়যন্ত্র চলছে, যার অংশ হিসেবে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার অপচেষ্টা স্পষ্ট হয়ে উঠছে।
মোনায়েম মুন্না বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে এবং আসন্ন গণভোটে দলটি ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই কাজ করবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে যুবদল সভাপতি বলেন, মানবিক সমাজ ও সাম্যের ভিত্তিতে দেশ গড়তে বিএনপি কাজ করছে। গ্রাম পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, নারীদের অগ্রাধিকার, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার এবং তরুণদের জন্য ‘গ্রিন স্পেস’ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
রাজশাহী বিভাগের ৯টি ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
এসএস/টিএ